HighlightNewsআন্তর্জাতিকদেশ

ভারতের স্বাধীন বিদেশনীতির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

টিডিএন বাংলা ডেস্ক: আমেরিকা রাশিয়ার কাছ থেকে ভারতকে সস্তায় তেল কিনতে নিষেধ করেছিল। দক্ষতার সাথে আমেরিকা সেই চাপ সামলে রাশিয়া থেকে আজও সস্তায় তেল কিনে যাচ্ছে ভারত। লাহোরের একটি জনসভা থেকে মার্কিন চাপকে মোকাবিলা করে বিদেশনীতি নিজেদের প্রয়োজন মত ঠিক করার জন্য ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করের প্রশস্তি করেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা ফোরামে ভারতের বিদেশ মন্ত্রী এস.জয়শঙ্করের একটি ভিডিও দেখান পাকিস্তানের প্রাক্তন এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে নিষেধ করেছিল। ভারত আমেরিকার স্ট্র্যাটেজিক জোটসঙ্গী, কিন্তু পাকিস্তান নয়। এবার দেখুন, ভারতের বিদেশমন্ত্রী কী বলছেন।’ ভিডিওটি দেখানোর পর ইমরান বলেন, ‘জয়শঙ্কর বলছেন, তোমরা কে? ইউরোপ রাশিয়ার থেকে গ্যাস কেনে। আমাদের দেশের যেমন প্রয়োজন, তেমন তেল কিনব। এটাই হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্রের নমুনা।’ এর পরেই পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনায় মুখর হন তিনি। বলেন, ‘ ভারত ও পাকিস্তান এক সঙ্গেই স্বাধীনতা পেয়েছে। অথচ ভারত যদি দেশবাসীর প্রয়োজন অনুযায়ী বিদেশনীতি তৈরি করতে পারে, তা হলে বর্তমানের পাকিস্তান সরকার তা পাচ্ছে না কেন? তিনি বলেন, তার সরকারের সময় সস্তায় তেল কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু বর্তমান পাকিস্তান সরকারের মার্কিন চাপ সামলানোর ক্ষমতা নেই। তিনি বলেন, ‘এই দাসত্বের বিরোধী আমি।’

Related Articles

Back to top button
error: