HighlightNewsদেশ

২৫ জানুয়ারি পর্যন্ত ইডির হেফাজতেই থাকবেন প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং

টিডিএন বাংলা ডেস্ক: আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত ইডির হেফাজতেই থাকবেন প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিং। কোটি কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় সিংহকে গ্রেফতার করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির একটি ফার্ম হাউস থেকে তাকে গ্রেফতার করে ইডি। সূত্রের খবর অনুযায়ী তার বিরুদ্ধে প্রায় দুশো ষোলো কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। কেডি সিং-কে গ্রেফতার করার আগে তাঁর বাড়িতে অ্যালকেমিস্ট চিটফান্ড মামলা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডির পক্ষ থেকে। এর আগেও সারদা এবং নারদা কান্ডের সময় একাধিকবার নাম উঠে এসেছে কেডি সিংয়ের।এমনকি সুদীপ্ত সেনের লেখা চিঠিতে ও নাম পাওয়া গেছে প্রাক্তন এই তৃণমূল সাংসদের। সূত্রের খবর অনুযায়ী কয়েক বছর ধরেই লাগাতার তার ওপর নজর রাখছিলেন তদন্তকারী অফিসাররা। বিগত কয়েক দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদ চলাকালীন তার মন্তব্যে অসঙ্গতি পাওয়া গেলে প্রথমে আটক করা হয় তাঁকে। পরে গ্রেফতার করা হয়।

Related Articles

Back to top button
error: