দেশ

চলে গেলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ

টিডিএন বাংলা ডেস্ক : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা অস্কার ফার্নান্ডেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার সকালে কর্ণাটকের ম্যাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা।

পরিবার সূত্রে খবর, জুলাইয়ে যোগাসন করতে গিয়ে পড়ে যান। তাঁর মাথায় আঘাত লাগে। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান মাথায় চোট লাগার কারণে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। মাথার মধ্যে জমে থাকা রক্ত বের করতে অস্ত্রপ্রচারও করা হয়। এরপর তিনি দীর্ঘদিন আইসিইউ-তে ভর্তি ছিলেন। সোমবার শেষ হল লড়াই।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছে জাতীয় কংগ্রেস দল। এদিন কংগ্রেসের তরফে টুইটারে লেখা হয়, ‘অস্কার ফার্নান্দেজের জীবনাবসানে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। একজন কংগ্রস নেতা হিসাবে তাঁর পরামর্শ আমাদের সময়ের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। তাঁর নির্দেশনা এবং পরামর্শের অভাব সবসময় অনুভব করবে কংগ্রেস পরিবার।’
ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লিখেছেন, ‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজের জীবনাবসানে আমি গভীরভাবে শোকাহত। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই কঠিন সময়ে যেন তাঁর পরিবার,পরিজনদের শক্তি দেওয়া হোক। তাঁর আত্মার শান্তি কামনা করছি।‘
অস্কার ফার্নান্ডেজ ছিলেন সোনিয়া গান্ধি ঘনিষ্ঠ কংগ্রেস নেতা। ১৯৮০ সালে তিনি প্রথম লোকসভার ভোটে জেতেন। এরপর তিনি ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬ সালেও বিপুল ভোটে জয়লাভ করেন। কংগ্রেস সরকারে থাকাকালীন তিনি জাতীয় সড়ক ও পরিবহণ মন্ত্রীর পদ সামলেছিলেন। এর আগে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সংসদীয় সচিব হিসাবেও কাজ করেছেন।

Related Articles

Back to top button
error: