দিল্লি থেকে পাঞ্জাব ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার কৃষকের; পরিবারকে সহায়তার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির বিভিন্ন সীমান্তে বিক্ষোভ প্রদর্শন করার পর দিল্লি থেকে পাঞ্জাব ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার কৃষকের। এছাড়া একজন কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আন্দোলনরত কৃষকদের এহেন মৃত্যুর খবর পাওয়ার পরেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। এর পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের যোগ্য সহায়তা এবং আহতদের চিকিৎসা করানোর কথা বলেছেন।

কৃষকদের এই মৃত্যুর খবর জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ একটি টুইট করে লেখেন,”আমাদের পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে, এটা জানতে পেরে আমি খুবই দুঃখিত। পাটিয়ালা লাভ সিংহ এবং গুরপ্রীত সিংহের কর্নালে, মোহালীর কাছে ফতেগড় সাহেবের সুকদেব সিংহ এবং দীপ সিংহের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এবং মোগার মাক্খন খানের দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পাঞ্জাব সরকার মৃত কৃষক পরিবারের সদস্যদের যোগ্য সহায়তা করবে এবং একই সাথে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থাও করাবে।”

প্রসঙ্গত, দিল্লির সীমান্তে প্রায় তিন সপ্তাহ ধরে আন্দোলনরত কৃষকদের দাবি অনুযায়ী এখনো পর্যন্ত মোট কুড়ি জন কৃষক আন্দোলন চলাকালীন “শহীদ” হয়েছেন। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিন একজন করে কৃষকের মৃত্যু হয়েছে।