টিডিএন বাংলা ডেস্ক : এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় ব্যপক দুর্নীতি হয়েছে এই অভিযোগে হাই কোর্টে একাধিক মামলা চলছে। তেমনই একটি মামলার তদন্তে এসএসসি উপদেষ্টামন্ডলীর চার সদস্য তলব করছিল সিবিআই। কিন্তু সিবিআই ডাকার পরেও যাননি এসএসসি উপদেষ্টামন্ডলীর ওই চার সদস্য এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, টি পাঁজা ও অলোক কুমার সরকার।। জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা নাগাদ এসএসসি’র উপদেষ্টামণ্ডলীর চার সদস্যকে নোটিস পাঠিয়ে শনিবার সকাল ১০টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য যে, বিগত শুক্রবার বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ ৫ সদস্যকে জেরা করার নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রক্ষাকবচ চেয়ে প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ ডিভিশান বেঞ্চের দ্বারস্থ হন। শুক্রবার ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন ও অজয় কুমার মুখোপাধ্যায় নির্দেশ দেন, ৪ এপ্রিল পর্যন্ত শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও বাকি সদস্যদের জেরা করার ক্ষেত্রে কোনো আপত্তি জানায়নি ডিভিশান বেঞ্চ। তাই যথারীতি শনিবার তাদের হাজিরা দিতে বলেছিল সিবিআই। কিন্তু নির্দিষ্ট দিনে হাজিরা দিননি কেউই।