টিডিএন বাংলা ডেস্ক : ওমিক্রনের ভয়ে ত্রস্ত গোটা দেশ। ঝোপ বুঝে কোপ মারতে মাঠে নেমে পড়েছে প্রতারকরা।
ফোনে আসছে বার্তা। কী রকম? “জ্বর হয়েছে? সঙ্গে সর্দি গলা ব্যথা? দেরি করবেন না। সবার আগে ওমিক্রন টেস্ট করিয়ে নিন। যদি করতে চান, তাহলে লিঙ্ককে ক্লিক করুন।” ব্যস। তাতেই আপনার সাড়ে সর্বনাশ। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এমন কোনও এসএমএস বা ই-মেইল পেলে ভুলেও তাতে সাড়া দেবেন না। কারণ এটা প্রতারণার ফাঁদ হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সম্প্রতি নির্দেশিকা জারি হয়েছে। সাইবার অপরাধীদের থেকে সাবধান থাকার আর্জি জানানো হয়েছে সাধারণ মানুষকে। বলা হয়েছে ফ্রিতে ওমিক্রন পরীক্ষার প্রস্তাব দিয়ে প্রতারণার ছক কষছে একদল প্রতারক। এমন কোনও প্রস্তাব এলে, ভালো করে খতিয়ে দেখে তবেই পা ফেলতে হবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, কোনও বাসিন্দা ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানার জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে টেস্ট করা হচ্ছে। ফোনে বা ই-মেইলে কেউ এই টেস্টের জন্য টাকা চাইলে দেবেন না।