HighlightNewsদেশ

আজ থেকে দেওয়া হবে ১৮ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ

টিডিএন বাংলা ডেস্ক: আজ থেকে দেশে ১৮ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হবে। আজ অর্থাৎ ১৫ই জুলাই থেকে শুরু হয়ে চলবে আগামী ৭৫ দিন। জানা গিয়েছে, আজ থেকে দেশের সমস্ত সরকারি হাসপাতালে ৭৫ দিন বিনামূল্যে এই প্রয়োজনীয় টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, কোভিডের সতর্কতামূলক ডোজ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অধীনে একটি প্রচার চালানো হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৭৭ কোটি যোগ্য জনসংখ্যার ১%এরও কম মানুষকে সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।

তবে, ইতিমধ্যেই ৬০ বছরের বেশি বয়সী প্রায় ১৬০ মিলিয়ন মানুষ এবং প্রায় ২৬ শতাংশ স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মী বুস্টার ডোজ পেয়েছেন। প্রকৃতপক্ষে, আইসিএমআর এবং অন্যান্য আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে পরিচালিত গবেষণায় দেখা গেছে যে দুটি প্রাথমিক ডোজ ভ্যাকসিন নেওয়ার প্রায় ছয় মাসের মধ্যে অ্যান্টিবডির মাত্রা কমতে শুরু করে এবং বুস্টার ডোজ দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গত সপ্তাহেই সকলের জন্য কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় এবং সতর্কতামূলক ডোজের ব্যবধান ন’মাস থেকে কমিয়ে ছ’মাস করেছে। টিকাদান সংক্রান্ত জাতীয় প্রযুক্তিগত উপদেষ্টা গ্রুপের সুপারিশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: