HighlightNewsদেশ

সংস্কৃত শিখলে ফ্রি ইউপিএসসি কোচিং!

টিডিএন বাংলা ডেস্ক : ৩ সপ্তাহ ধরে সংস্কৃত শিখতে হবে। তাহলেই ফ্রিতে আইএএস-আইপিএস-আইআরএস অফিসার হওয়ার কোচিং পাওয়া যাবে। এমনই প্রকল্প শুরু করেছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

ঘটনা হল, প্রতিভা আছে। অথচ টাকার অভাবে কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়ার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগ্রহী অনেক তরুণ-তরুণী বসতে পারেন না। টাকার অভাবে প্রয়োজনীয় প্রস্তুতি পর্বেই বাঁধা পড়ে। টাকার না থাকায় অনেকে বিভিন্ন বেসরকারি প্রশিক্ষণ শিবিরে ভর্তি হতে পারেন না। অনেকে আবার মাঝপথেই পড়া ছেড়ে দিতে বাধ্য হন। এই সমস্ত মেধাবী পড়ুয়াদের সমস্যা দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।

যোগী সরকারের পরিকল্পিত প্রকল্পে সংস্কৃত শিখতে গেলে পড়ুয়াকে কোনও টাকা খরচ করতে হবে না। সপ্তাহের পুরো কোর্সটাই পরিচালনা করবে উত্তরপ্রদেশ সরকার। সম্পূর্ণ বিনামূল্যেই কোর্সের অংশীদার হতে পারেন ভিন রাজ্যের মেধাবী পড়ুয়ারাও। পড়ুয়ারা চাইলে অনলাইনের মাধ্যমে শিখতে পারেন সংস্কৃত। রাজ্যের বাইরের বাসিন্দাদের সংস্কৃত শেখার ক্ষেত্রেও পুরস্কার স্বরূপ বিনামূল্যে ইউপিএসসির প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। যোগীর এই প্রকল্পে সাড়া দিয়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ৫ হাজারের বেশি পড়ুয়া বিনামূল্যে সংস্কৃত শিখে এখন সরকারি চাকরির প্রশিক্ষণ নিচ্ছেন ফ্রিতে। বিধানসভা ভোটের আগে এই প্রকল্পকে হাতিয়ার করে প্রচারের ময়দানে নেমে পড়েছে বিজেপি।

Related Articles

Back to top button
error: