HighlightNewsদেশ

বিজেপি থেকে মুক্তি পাওয়া ১৯৪৭-এর স্বাধীনতা যুদ্ধের থেকে বড় : মেহেবুবা মুফতি

টিডিএন বাংলা ডেস্ক : উত্তর প্রদেশে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। জোর কদমে চলছে প্রচার। এরই মধ্যে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন। তিনি মনে করেন বিজেপির হাত থেকে রেহাই পাওয়ার এটাই সুযোগ। বিজেপি থেকে মুক্তি পাওয়ার আন্দোলনকে ১৯৪৭-এর স্বাধীনতা যুদ্ধের থেকে বড় যুদ্ধ বলে আখ্যায়িত করলেন তিনি। তাঁর অভিযোগ যারা সরকারের কাজের সমালোচনা করছে তাদের কারও বিরুদ্ধে ‘ইউএপিএ’ কারও বিরুদ্ধে ‘ইডি’ লাগানো হচ্ছে।

পিডিপির আদিবাসী যুব কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘৭০ বছর আগে ভারতের মানুষ ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার সুযোগ পেয়েছিল। আজ আমাদের কাছে বিজেপির হাত থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। এটা সেই স্বাধীনতার চেয়েও বড় স্বাধীনতা হবে কারণ এ দেশকে ওরা বিভক্ত করতে চায়। তারা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানদের মধ্যে বিভাজন করতে চাচ্ছে। তারা যখন বাবর ও আওরঙ্গজেবের কথা বলছে, তখন উত্তর প্রদেশের জনগণকে দেওয়ার এবং বলার মতো কিছুই নেই। যদি সেখানে কিছু হতো তাহলে দারিদ্র্য থাকত না, হাসপাতাল থাকত, মানুষের কর্মসংস্থান থাকত, করোনায় মানুষের লাশ গঙ্গায় ভসিয়ে দিতে হতো না।’

তিনি আরও বলেন, ‘জম্মু-কাশ্মীর গান্ধির ভারতের সঙ্গে হাত মিলিয়েছে। জম্মু-কাশ্মীর গডসের ভারতের সঙ্গে ছিল না। বিজেপি দেশকে গডসের ভারত বানাতে চায়। বিজেপি ঘৃণা ছড়াতে চায়। শিখদের ‘খালিস্তানি’ বলা হয়। তারা মুসলিমদের পাকিস্তানে যেতে বলে। উত্তর প্রদেশে এরা শুধু মন্দির-মসজিদের কথা বলছে। উন্নয়নের কথা বলে না কেন? এটাই সময়। জনগণ জেগে উঠুন। আমরা চুপ থাকলে কিছুই হবে না।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফাতে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশে ভোট হবে ১০, ১৪, ২০, ২৩, ২৭ এবং ৩ মার্চ এবং ৭ মার্চ সাত দফায়। ভোট গণনা হবে ১০ মার্চ। সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশ। বিজেপি বিরোধী দিলগুলি ঐক্যবদ্ধ না হলেও বিশেষ উন্মাদনা সৃষ্টি করেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার তিন তিন সদস্য সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন।

Related Articles

Back to top button
error: