আন্তর্জাতিক

অতিরিক্ত খাবার ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছে দিতে আমেরিকার চৌমাথায় লাগানো হলো ফ্রিজ

টিডিএন বাংলা: করোনা পরিস্থিতি এবং আর্থিক মন্দা গোটা দুনিয়া জুড়ে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। তার প্রভাব থেকে বাদ যায়নি আমেরিকাও। অবিশ্বাস্য মনে হলেও ২০২০ সালে শুধু আমেরিকায় অভুক্ত মানুষের সংখ্যা ছিল পাঁচ কোটিরও বেশি। ২০১৯ সালে এই সংখ্যা ছিল তিন কোটির কাছাকাছি। বাইডেন প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু সেই পদক্ষেপের ফলাফল পেতে সময় লাগবে। ইতিমধ্যেই দেশের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে এই অভিনব একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমেরিকার বেশ কয়েকটি শহরের মোড়ে মোড়ে লাগানো হয়েছে ফ্রিজ মেশিন। যাদের খাদ্য বেশি হয় তারা সেই খাদ্য ডাস্টবিনে ফেলে না দিয়ে যদি এই ফ্রিজ মেশিনে রেখে দেয় তাহলে তা নষ্ট না হয়ে সংরক্ষিত থাকবে। এবং সেই সংগ্রক্ষিত খাদ্য অভুক্ত মানুষদের কাছে পৌঁছে দেয়া হবে এমন উদ্যোগ গ্রহণ করেছে আমেরিকার সচেতন নাগরিক সমাজ। অভুক্ত মানুষদের খাবার দেওয়ার জন্য সাধারণ মানুষের উদ্যোগে এই ফ্রিজ সংগ্রহ করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে লক্ষ্য করা যাচ্ছে রংবেরঙের ফ্রিজ। নিউ ইয়ারক, লস অ্যাঞ্জেলস, শিকাগো মায়ামির মত বড় বড় শহরে এই উদ্যোগ নজরে পড়ছে। বিবিসি সূত্রে জানা যায় বিত্তবান মানুষরা খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এই ফ্রিজে রেখে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংস্থা এই পেজ থেকে খাদ্য সংগ্রহ করে তা দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

Related Articles

Back to top button
error: