টিডিএন বাংলা ডেস্কঃ আবারো ঘাসফুলে ফিরে আসলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী মুখোপাধ্যায়। ২০১৯ এর দেবীপক্ষে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিধায়ক সব্যসাচী মুখোপাধ্যায়। আবার ঠিক ২০২১ এর একই সময়ে ঘাসফুলে ফিরে আসলেন তিনি। আজ বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের পুনরায় ফিরে আসলেন তিনি। এদিন উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। তৃণমূলে যোগ দিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, ‘‘ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছিলাম। আমায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন, পার্থদা, ববিদা গ্রহণ করেছেন। আমি কৃতজ্ঞ। দল যে ভাবে বলবে সে ভাবে কাজ করব।’’ এদিকে সব্যসাচীর ঘাসফুলে ফেরা নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “উনি যেচেই বিজেপি-তে এসেছিলেন, আমরা ওঁকে ডাকিনি। ফলে আজ তিনি চলে যাওয়াতেও আমাদের কিছু বলার নেই। কারণ, বিজেপি নেতা-নির্ভর নয়, কর্মী-নির্ভর দল।’’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওঁকে নিয়ে নিতে বলেছি।” উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরেই বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে মতবিরোধ সামনে আসছিল সব্যসাচির। তার বিরুদ্ধে দল বিরোধী মন্তব্য করারও অভিযোগ উঠেছিল। এবারের পূজো নিয়েও দিলীপ ঘোষের সঙ্গে তার মত বিরোধ হয়। এই মতো বিরোধের জেরেই তৃণমূলে ফেরা বলে মনে করছে বিশেষজ্ঞমহল।