এবার থেকে ১৭ বছর বয়সী যুবকরাও করতে পারবেন ভোটার আইডির জন্য আবেদন, সুযোগ দেওয়া হবে বছরে তিনবার

ছবি সংগৃহীত, প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: এবার থেকে ভোটার তালিকায় নাম লেখাতে যুবকদের ১৮ বছর পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। যুবকরা ১৭ বছরের বেশি হলে আগে থেকেই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে সমস্ত রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
এছাড়াও বছরে তিনবার আবেদনের সুবিধা পাবেন যুবকরা। আগে ১৮ বছর বয়স হলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদনের জন্য তরুণদের ১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতো। এবার থেকে যুবকদের বয়স ১৭ বছরের বেশি হলে, তারা ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর বছরে তিনবার আবেদন করতে পারবে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রতি ত্রৈমাসিকে ভোটার তালিকা আপডেট করা হবে। একই সঙ্গে আগামী বছরের শেষ প্রান্তিকে ভোটার তালিকায় যোগ্য তরুণদের নাম নথিভুক্ত করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নাম নথিভুক্ত হওয়ার পরে, যুবকদের একটি নির্বাচনী ছবি পরিচয়পত্র দেওয়া হবে।
বর্তমানে, ভোটার তালিকা ২০২৩ সংশোধন করা হচ্ছে। ভোটার তালিকাকে আধারের সঙ্গে যুক্ত করার মহড়া শুরু করেছে নির্বাচন কমিশন । এর জন্য ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা চালানো হবে। প্রচারে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত প্রতিটি নাম আধার নম্বর নিয়ে আধারের সঙ্গে যুক্ত করা হবে। ভোটার তালিকাকে আধারের সঙ্গে যুক্ত করার সুবিধা হল তালিকায় কোনও সদৃশ নাম থাকবে না। একইসঙ্গে যে সমস্ত ভোটারদের আধার নম্বর নেই তাদের হলফনামা দিতে হবে।
ভোটারদের আধার নম্বর সংগ্রহ করতে বুথ স্তরের আধিকারিকরা তাঁদের বাড়িতে যাবেন। আধার নম্বর পাওয়ার এক সপ্তাহের মধ্যে ভোটারের নামের সঙ্গে আধার কার্ড নম্বর লিঙ্ক করতে হবে আধিকারিকদের। এ ছাড়া ভোটাররা অনলাইনেও আধার কার্ড নম্বর দিতে পারবেন।