টিডিএন বাংলা ডেস্ক: নেতাজি সুভাষ চন্দ্র বোসকে হত্যা করেছিলেন মহাত্মা গান্ধী! শুধু তাই নয়, মহাত্মা গান্ধীর জন্যই প্রধানমন্ত্রী হতে পারেননি নেতাজি। ঝুনঝুনুর বিজেপি সাংসদ নরেন্দ্র কুমার খিচাদ এমনটাই দাবি করেছেন। তাঁর ওই মন্তব্যের ভিডিও ভাইরাল হলে সাংসদ নিজের মন্তব্যের সম্পর্কে বলেন, আমার জিভ পিছলে গিয়েছিল। আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না, আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি, অফিসে তাঁর ছবি রেখেছি।
প্রসঙ্গত, ২৫ জুন বাকড়া গ্রামে মুক্তিযোদ্ধা শেওলাল খিছাদের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন এমপি খিছাদ। ওই অনুষ্ঠানেই বিজেপি সাংসদ বলেন, মহাত্মা গান্ধী সুভাষ চন্দ্র বোসকে হত্যা করেছিলেন। প্রধানমন্ত্রী তো শুধুমাত্র একজনই হতেন, গান্ধী বোসকে নির্বাচনের জন্য রাজি করেছিলেন বটে, কিন্তু তাঁকে হত্যা করেছিলেন।
এই ভিডিও প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই বক্তৃতায় বিজেপি সাংসদ আরো বলেন, রাজা মহারাজাদের আমল থেকেই বাবাকে মেরে ছেলে শাসন করে এমন প্রথা। নেতাজি সুভাষ চন্দ্র বোসের সময়েও এই প্রথা ছিল।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পণ করে ওই বিজেপি সাংসদ আরো বলেন, শহীদ, মুক্তিযোদ্ধারা দেবতার মতো। আমরা বালাজি, রামদেবজি, গোগাজিকে চিনি না, তাদের কখনো দেখিনি। তবুও তাঁদের পুজো করি। আমরা এই শহীদ মুক্তিযোদ্ধাদের চিনি, তবুও তাদের পূজা করি না, এটা একেবারেই ভুল।
এদিকে, নিজের ওই বক্তব্য ভাইরাল হলে নিজের বক্তব্যের ব্যাখ্যা করে বিজেপি সাংসদ বলেন, আমি যা বলতে চাইছিলাম তা এটা নয়। আমি বলতে চাইছিলাম যে সুভাষ চন্দ্র বোসের স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। গান্ধী চাইলে সুভাষ চন্দ্র বসু প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু গান্ধী জওহরলাল নেহরুকে পছন্দ করতেন। তিনি আরো বলেন, আমি সাধারণ ভাষায় যা বলতে চেয়েছিলাম তা হল গান্ধীর কারণেই সুভাষ চন্দ্র বসু প্রধানমন্ত্রী হতে পারেননি। গান্ধী সুভাষ চন্দ্র বসুকে রাজনৈতিকভাবে হত্যা করেছিলেন। আমার বক্তব্যের অর্থ এটা ছিল না যে গান্ধী বোসকে হত্যা করেছিলেন বা প্রাণে মেরে দিয়েছিলেন।
নিজের মন্তব্য সম্পর্কে বিজেপি সাংসদ আরো বলেন- তাঁর জিভ পিছলে গিয়েছিল। তাঁর মন্তব্যের অর্থ অন্য কিছু ছিল যাকে বিকৃত করে পেশ করা হয়েছে। মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা। এই ধরনের কোন শব্দ মুখ থেকে বেরিয়ে গিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। আমরা তো মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করে চলি, আমরা দেশপ্রেমিক। মহাত্মা গান্ধীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে।