টিডিএন বাংলা ডেস্ক : মোটা চাকরির টোপ দিয়ে দিল্লি থেকে ডেকে পাঠানো হয় তরুণীকে। তারপর হোটেলের ঘরে মারধর, গণধর্ষণ করে হাত-পা বেঁধে দোতলার ঘরের জানালা থেকে ছুঁড়ে ফেলা হয় নিচে। ঘটনায় তোলপাড় কংগ্রেস শাসিত রাজস্থানের চুরু।
কথায় বলে, “রাখে হরি মারে কে”। তরুণীর হাতের ঘড়ি কোনও ক্রমে আটকে যায় ইলেকট্রিক পোস্টে। ঘন্টা দুয়েক পর খবর পেয়ে সেখানে আসে পুলিশ। সেখান থেকে উদ্ধার করে তরুণীকে পাঠানো হয় হাসপাতলে। অভিযুক্ত দেবেন্দ্র সিং, বিক্রম সিং, ভবানি সিং এবং সুনীল রাজপুতকে আটক করেছে পুলিশ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই তরুণী আদতে অসমের বাসিন্দা। কাজের সূত্রে দিল্লি আসা। পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, সুনীলের কথাতেই সে দিল্লি থেকে রাজস্থানে গিয়েছিল।
NCRB- র তথ্য অনুযায়ী, ২০২০ সালে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে রাজস্থানে। রাজস্থানের এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।