১৪টি বিরোধী দলের বৈঠকে গরহাজির তৃণমূল, বৈঠক শেষে কেন্দ্রকে আক্রমণ রাহুলের
টিডিএন বাংলা ডেস্ক : সংসদের চলতি বাদল অধিবেশনে অব্যাহত পেগাসাস বিতর্ক। একে হাতিয়ার করেই অধিবেশনের বাকি দিনগুলোয় কেন্দ্রকে চাপে রাখার কৌশল স্থির করছে ১৪টি বিরোধী দল। তাৎপর্যভাবে ওই বৈঠকে অনুপস্থিত তৃণমূল কংগ্রেস। বিষয়টিকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বুধবার সকাল ১০টায় সংসদে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে বসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ওই বৈঠক হয়। উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস। আলোচনাতে উঠে আসে পেগাসাস, অসম-মিজোরাম সীমান্ত সংঘর্ষ, কৃষক আন্দোলন সহ একাধিক ইস্যু।সংসদের বাদল অধিবেশনের বাকি দিনগুলোতেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ইস্যুতে সুর আরও চড়ানোর ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি লোকসভায় এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনবেন বলেও জানিয়েছেন।
এদিনের বৈঠকে কংগ্রেস ছাড়াও উপস্থিত ছিল -, ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি, শিবসেনা, সিপিআই, সিপিআই(এম), আরএসপি, আরজেডি, ডিএমকে, সমাজবাদী পার্টি , আম আদমি পার্টি , আইইউএমএল, ন্যাশনাল কনফারেন্স, ভিসিকে, কেসিএম।
রাহুল গান্ধি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘সংসদে পেগাসাস নিয়ে আলোচনা চায় না সরকার। কিন্তু কেন এই নিয়ে আলোচনা করতে দেওয়া হবে না? সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমরা নাকি সংসদ চালাতে দিচ্ছি না। মোটেই তা নয়। আমরা আমাদের দায়িত্বই পালন করছি। এই যে অস্ত্র তা দেশদ্রোহী, জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োগ করা উচিত ছিল। আমি অমিত শাহ নরেন্দ্র মোদিকে জিজ্ঞেস করতে চাইছি তাঁরা গণতন্ত্রের বিরুদ্ধে এই অস্ত্রকে ব্যবহার করলেন কেন?”