HighlightNewsদেশ

আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি মধ্যেই আবারও বাড়ল গ্যাসের দাম, প্রতিবাদে পথে নামল কংগ্রেস

টিডিএন বাংলা ডেস্ক: প্রতিনিয়ত বেড়েই চলেছে সাধারণের ব্যবহারের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে দিশেহারা আমজনতা। এবার এরই মধ্যে আবারও বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। গতকাল ঘোষণা দিয়ে প্রায় ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে গ্যাসের দাম। রান্নার গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। তাই প্রতিবাদে পথে নামল কংগ্রেস। কলকাতায় গ্যাসের সিলিন্ডারের দাম হয়েছে ১০৭৯ টাকা। কিন্তু যেখানে বেকার সমস্যা, আয় হ্রাস, অস্বাভাভাবিক মূল্যবৃদ্ধিতে জেরবার আমজনতা সেখানে রান্নার গ্যাসের মূল্য এতটাকা বাড়ানো হল কেন? এই প্রশ্ন তুলে বুধবার সন্ধ্যায় যদুবাবুর বাজারের সামনে বিক্ষোভ দেখাল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।

এদিনের এই বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কংগ্রেস নেতারা। প্রধানমন্ত্রী মোদীজির সেই ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর সেই প্রতিশ্রুতি কোথায় গেল সেই প্রশ্ন তোলেন তারা। এখন তো শুধুই দেশের বড় বড় শিল্পপতিদের বিকাশ চোখে পড়ছে, আমজনতার বিকাশ কোথায় এমন প্রশ্নও তোলেন তারা। অবিলম্বে রান্নার গ্যাসের মূল্য না কমানো হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি অন্যান্য সমস্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্যও আকাশছোঁয়া। তাই সমস্ত পণ্যের মূল্য সাধারণের নাগালে নিয়ে আশার দাবি জানিয়েছে কংগ্রেস।

Related Articles

Back to top button
error: