টিডিএন বাংলা ডেস্ক : গ্যাস, ডিজেল ও পেট্রোল থেকে মোদি সরকার আয় করেছে ২৩ লক্ষ কোটি টাকা। সেই টাকা কোথায় গেল? বুধবার এইভাবেই মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।
রাহুল আরও বলেন, মোদি সরকারের আমলে দেখা যাচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে। গরিব মানুষ আরও গরিব হচ্ছে। এই সরকারের আমলে জিডিপির অর্থ হয়ে দাঁড়িয়েছে, গ্যাস, ডিজেল, পেট্রোলের মূল্যবৃদ্ধি। রাহুল সাংবাদিক সম্মেলনে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও সরব হন। এই প্রসঙ্গে তিনি ইউপিএ সরকারের সঙ্গে এনডিএ সরকারের তুলনাও টানেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘২০১৪ সালে ইউপিএ আমলে গ্যাসের দাম ছিল ৪১০ টাকা। আর এই সরকারের আমলে তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৮৫ টাকা। দাম বেড়েছে ১১৬ শতাংশ। ২০১৪ সালে এক লিটার পেট্রোলের দাম ছিল ৭১.৫ টাকা। আজ সেখানে এক লিটার পেট্রোলের দাম ১০০ টাকা। কোথায় ১০০ টাকার বেশি দামেও পেট্রোল বিক্রি হচ্ছে। সাত বছর আগে ডিজেলের দাম ছিল ৫৫টা। আর আজ সেই ডিজেলের দাম ৮৮টা।’ এই সরকারের আমলে জিডিপির অর্থ হয়ে দাঁড়িয়েছে, গ্যাস, ডিজেল, পেট্রোলের মূল্যবৃদ্ধি। উল্লেখ্য কংগ্রেস জমানায় যখন প্রধানমন্ত্রীর কুর্সিতে মনমোহন সিং তখন পেট্রোপন্যের দাম বাড়লেই ঝাঁঝালো আক্রমণ করত বিজেপি। মোদি জমানায় পেট্রোপন্যের দাম ১০০ টাকা ছাড়িয়েছে কোনও কোনও রাজ্যে। গ্যাস সিলিন্ডারে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। এসবের প্রভাব যে হেঁসেলে পড়বে, তাই পরিস্কার ভাবে তুলে ধরেছে কংগ্রেস।