করোনার ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে রাজস্থানের সমস্ত জেলায় ১৪৪ ধারা প্রবর্তন করার নির্দেশ দিয়েছে গেহলট সরকার

টিডিএন বাংলা ডেস্ক:  রাজস্থানে লাগাতার বেড়ে চলেছে করোনার সংক্রমণ। শীতের আগমনের সাথে সাথেই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে করোনা সংক্রমনের সংখ্যা উত্তরোত্তর বাড়তে শুরু করেছে।রাজ্যে প্রথমবার ১৯ নভেম্বর, একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। পাশাপাশি ওই একই দিনে ১৫ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার করোনার সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। রাজস্থানের অশোক গেহলোট সরকার রাজ্যের সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের ২১ শে নভেম্বর থেকে ধারা -১৪৪ ধারা প্রয়োগ করার নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্র বিভাগের গ্রুপ-৯ সকল জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে একটি পরামর্শ বার্তা জারি করেছে।