টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটকের উপনির্বাচনে আরআর নগর এবং সিরা দুটি বিধানসভাতেই জয়ী বিজেপি। মধ্যপ্রদেশে ২৮টি বিধানসভা উপ নির্বাচন কেন্দ্রের মধ্যে ২১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ৬টি আসনে কংগ্রেস এবং একটি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা। মধ্যপ্রদেশে নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি। কর্মী ও সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই দেখা গেছে উচ্ছ্বাসের জোয়ার। ভোপালের পার্টি অফিসে দলের নেতাকর্মীদের সঙ্গে মিষ্টিমুখ করেন শিবরাজ সিংহ চৌহান। প্রয়োজন আরও আটজন বিধায়ক। এর পাশাপাশি তেলেঙ্গানার দুবাক্কা বিধানসভা আসনের উপনির্বাচনে টিআরএসকে পিছনে ফেলে এগিয়ে গেছে বিজেপি। মনিপুর উপনির্বাচনে ইতিমধ্যেই একটি আসনে জিতেছে বিজেপি। এগিয়ে রয়েছে আরও তিনটি আসনে। উত্তরপ্রদেশে সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনে চারটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। গুজরাতে আটটি বিধানসভা এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।