Highlightদেশ

পাকিস্তানের ফ্ল্যাগে দেহ মোড়া গিলানির! মৃত্যুর পরও রয়ে গেল বিতর্ক

টিডিএন বাংলা ডেস্ক : বুধবার প্রয়াত হয়েছেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। বৃহস্পতিবার কাকভোরে তাকে সমাধিস্থ করা হয়। শুক্রবার ছড়িয়েছে একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকায় মোড়া গিলানির দেহ। সেই দেহকে ঘিরে বিলাপ করছেন পরিবারের পরিজনরা। এই ভিডিওর ভিত্তিতে ইউএপিএ আইনে মামলা দায়ের করেছে কাশ্মীর পুলিশ।

ব্রডব্যান্ড পরিষেবা ফিরলেও অশান্তি আটকাতে এখনও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ ভূস্বর্গে। গিলানির মৃত্যুর পর অশান্তির আশঙ্কায় এই কাজ করেছিল পুলিশ। কিন্তু ব্রডব্যান্ড পরিষেবা ফিরতেই দেখা গেল গিলানির শেষ যাত্রার একটি ভিডিও। পাক পতাকায় মোড়া দেহ চারপাশ দিয়ে ঘিরে রয়েছেন মহিলারা। সেখানে স্লোগান দেওয়া হচ্ছে। ভিডিও দেখে মনে হচ্ছে মহিলারা কাউকে ঢুকতে বাধা দিচ্ছেন। ঘরের মধ্যে এক সশস্ত্র পুলিশ কর্মীকেও দেখা যাচ্ছে।

গিলানির পরিবারের অভিযোগ, তার দেহটি পুলিশ জোর করে তাদের হেফাজত থেকে নিয়ে যায়। তার অন্তষ্টির সময় পরিবারের লোকজনকে থাকতে দেওয়া হয়নি। অন্যদিকে জম্মু-কাশ্মীরের পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, এক সিনিয়র সুপারিনটেনডেন্ট এবং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন গিলানির পরিবার। দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল সেখানে। এছাড়া সোশ্যাল মিডিয়া ও ফোন ব্যবহার করে মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। গিলানির পরিবারের থেকে এই ব্যবহার আশা করেননি বলে জানিয়েছেন দিলবাগ।

Related Articles

Back to top button
error: