টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আদানি-হিন্ডেনবার্গ মামলার তদন্তের জন্য সুপ্রিম কোর্ট ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে দুজন অবসরপ্রাপ্ত বিচারপতিও রয়েছেন। যাদের কাছে এ বিষয়ে কোনো প্রমাণ আছে, তারা যেন এই কমিটির কাছে প্রমাণ দেন। কিছু অন্যায় করলে কেউ রেহাই পাবে না।
শুক্রবার দিল্লিতে একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে অমিত শাহ বলেন, দেশের আদালতের ওপর সবার আস্থা রাখা উচিত। সুপ্রিম কোর্টের কমিটির সঙ্গে সেবিও বিষয়টি নিয়ে তদন্ত করছে। শাহ আরও বলেন, লোকেদের ভিত্তিহীন অভিযোগ করা উচিত নয়, কারণ তারা তদন্ত করছেন না।
ওই অনুষ্ঠানে শাহ লন্ডনে রাহুল গান্ধীর বক্তব্যের প্রসঙ্গ তুলেও আক্রমণ করেন। তিনি বলেন, জরুরি অবস্থার পর রাহুলের দিদা ইন্দিরা গান্ধী ইংল্যান্ডে গিয়েছিলেন। সে সময় তিনি বিরোধী দলে ছিলেন এবং সরকার তাঁকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
তিনি বলেন, ‘ইংল্যান্ডে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার দেশ কেমন চলছে। এর জবাবে ইন্দিরা বলেন, আমার দেশ ভালো চলছে। কিছু সমস্যা আছে কিন্তু আমি এখানে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না। এখানে আমি একজন ভারতীয় এবং আমি আমার দেশ সম্পর্কে কিছু বলব না’।
অমিত শাহ তাঁর বক্তব্যের মাধ্যমে কংগ্রেসকে মনে করিয়ে দিয়েছেন যে ইন্দিরা গান্ধীও বিদেশে গিয়ে দেশের সমস্যা নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছিলেন।