ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দিন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সোনিয়া গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে এমনই আর্জি জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। চিঠিতে তিনি লিখেন, লিপোসোমাল অ্যামফোটেরিসিন-বি ওষুধের অভাব দেখা দিয়েছে। এই ওষুধ ব্ল্যাক ফাঙ্গাস রোগের চিকিৎসায় কাজে লাগে। তাই অবিলম্বে এটি জোগাড়ের ব্যবস্থা করুন।