HighlightNewsদেশ

গোয়া একটি আসনও পেল না তৃণমূল, নির্দলীয় সমর্থনের দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: গোয়ায় বিধানসভা নির্বাচনের মাত্র তিন মাস আগে পদার্পণ করা তৃণমূল ফল ঘোষণার প্রথমার্ধে ৪ আসনে এগিয়ে থাকলেও শেষ বেলায় তাদের হাতে থাকল না একটি আসনও। অন্যদিকে, মাত্র ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোটের ফলাফল ঘোষণার প্রথমার্ধে বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিটা প্রকাশ্যে আসলেও শেষ পর্যন্ত এগিয়ে গেল গেরুয়া শিবির। তবে, বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ম্যাজিক ফিগার ২১। কিন্তু বিজেপির ঝুলিতে রয়েছে ২০টি আসন। তাই, নির্দলদের সমর্থন তাদের সঙ্গে আছে দাবি করে গোয়ার রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। নির্দল প্রার্থীরা পেয়েছেন ৪ টি আসন। অর্থাৎ এই চারটি আসন বিজেপির সঙ্গে জুড়ে গেলে সরকার গঠনে আর কোন অসুবিধা থাকবে না বিজেপির। তবে এক্ষেত্রে শিলমোহর চাই রাজ্যপালের। তাই সরকার গঠনের আশা নিয়ে গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাইয়ের কাছে যাচ্ছে বিজেপি।

গোয়া বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে সেই সংক্রান্ত বুথ ফেরত সমীক্ষায় আশা করা হয়েছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ফলাফল ঘোষণার পরে দেখা গেল, বিজেপি পেয়েছে ২০টি আসন, কংগ্রেস পেয়েছে ১১টি আসন, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি পেয়েছে ২টি আসন, আম আদমি পার্টি পেয়েছে ২টি আসন এবং নির্দলীয়রা পেয়েছেন ৪টি আসন। গোয়ায় বিজেপির এই ফলাফলের পর বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সবন্তের মন্তব্য,”এই জয়ের কৃতিত্ব দলের কর্মীদের। গোয়ায় বিজেপি সরকার গড়ছে।”শুধু তাই নয়, তিনি এবারও মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করেছেন প্রমোদ সবন্ত।

Related Articles

Back to top button
error: