টোকিও অলিম্পিকে জ্যাভলিন হাতে নিজের রেকর্ড ভেঙে নয়া নজির ‘সোনার ছেলে’ নীরজের

ফাইল ছবি

টিডিএন বাংলা ডেস্ক: টোকিও অলিম্পিকে জ্যাভলিন হাতে করা নিজের পুরানো রেকর্ড ভেঙে নয়া নজির গড়ল হরিয়ানার ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। বহু প্রতীক্ষীত আন্তর্জাতিক ট্র্যাকে নেমেই আবারও জাতীয় ইতিহাস গড়লেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ। ইতিপূর্বে ঠিক ১০ মাস আগে পাটিয়ালায় ৮৮.০৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনার ইতিহাস লিখেছিলেন। এবার মঙ্গলবার তুর্কুতে গগনভেদী বর্শা ছুঁড়ে সেই জাতীয় রেকর্ড ভাঙলেন। ফিনল্যান্ডের এই প্রতিযোগিতায় ৮৯.৩০ মিটার থ্রো করেন তিনি। যদিও সোনা হাতছাড়া হয়েছে তার। ৮৯.৮৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনার পদক জিতে নিলেন ফিনল্যান্ডের ঘরের ছেলে অলিভার হেলান্ডার।