নির্দেশিকা অমান্য করায় গুগল ও টেলিগ্রামকে জরিমানা রাশিয়ার

টিডিএন বাংলা ডেস্ক : সরকারি নির্দেশ অনুসারে কনটেন্ট না সরানোয় গুগল ও টেলিগ্রামকে জরিমানা করলো রাশিয়া। সোমবার মস্কোর এক আদালত থেকে এই আদেশ দেয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী গুগলকে ২০ লাখ রাশিয়ান রুবল জরিমানা গুনতে হবে। অপরদিকে টেলিগ্রামকে দিতে হবে ৪০ লাখ রুবল জরিমানা।

এর আগে একই ধরনের অপর এক মামলায় রাশিয়ার একটি আদালত গুগলকে তিন কোটি ২০ লাখ রুবল জরিমানার আদেশ দিয়ে ছিল। রুশ সরকারের অভিযোগ, গুগল ও টেলিগ্রামকে নির্দেশ দেওয়ার পরেও তারা সরকারি নির্দেশন মেনে নির্দিষ্ট কনটেন্ট তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে বা সরিয়ে নেয়নি। এদিকে গুগলের অনুরোধে ভিন্ন দুইটি মামলায় আদালত ২৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে তাদের।

রাশিয়ার সরকারি কর্মকর্তারা গুগল ও টেলিগ্রামকে এর আগে বারবার বেশ কিছু লিংক ও পোস্ট সরিয়ে নিতে বলেছিল। পর্নোগ্রাফি, আত্মহত্যা ও মাদক ব্যবহারে উৎসাহ দান এবং রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে উসকানি দেওয়ার অভিযোগে এই কনটেন্ট গুলো সরিয়ে নিতে বলা হয়। মিডিয়া ওয়াচডগ সংস্থা রসকোমনাডজর বলেছে, যদি বিরোধ চলতে থাকে, তাহলে আরো বেশি জরিমানা দিতে বলা হতে পারে সংস্থা গুলিকে।