করোনা বিধ্বস্ত ভারতকে ১৩৫ কোটি টাকা সাহায্যের ঘোষণা করল গুগল,পাশে থাকার বার্তা দিল মাইক্রোসফট

টিডিএন বাংলা ডেস্ক: করোনা বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়াতে ১৩৫ টাকার আর্থিক সাহায্য করার ঘোষণা করল গুগল। তবে এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি ভারত সরকারের হাতে তুলে না দিয়ে তা দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংস্থা ‘গিভ ইন্ডিয়া’ এবং ইউনিসেফের মাধ্যমে সেই সব স্বেচ্ছাসেবী সংস্থা গুলির সাহায্যার্থে যেগুলি ঝুঁকিপূর্ণ করোনা আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করছে যাতে ওই সমস্ত সংস্থাগুলি চিকিৎসার সরঞ্জাম কিনতে ও করোনার সংক্রমণ নিয়ে মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করতে এই অর্থ ব্যয় করতে পারে।

এ প্রসঙ্গে গুগলের সিইও সুন্দর পিচাই টুইটারে লেখেন,”ভারতে কোভিড পরিস্থিতির অবনতি হতে দেখে বিধ্বস্ত আমি। গুগল এবং গুগলের কর্মীদের তরফে গিভ ইন্ডিয়া এবং ইউনিসেফ-সে চিকিৎসা সরঞ্জাম কিনতে, ঝুঁকি পূর্ণ রোগীদের নিয়ে কাজ করা সংস্থাগুলিকে সাহায্য করতে এবং গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য ১৩৫ কোটি টাকার সাহায্য দেওয়া হচ্ছে।”

এছাড়া মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লাও ভারতের এই সংকটের সময় পাশে থাকার বার্তা দিয়ে টুইট করে জানিয়েছেন,”ভারতে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ভারাক্রান্ত বোধ করছি। ভারতের সাহায্যে এগিয়ে আসায় আমেরিকা সরকারের কাছে আমি কৃতজ্ঞ। চিকিৎসা সরঞ্জাম কেনা, প্রযুক্তিগত সাহায্য, ত্রাণকার্য এবং অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য আমরাও সাহায্য চালিয়ে যাব।”