টিডিএন বাংলা ডেস্ক: শরদ পওয়ার ও ফারুক আবদুল্লাহর পর এবার রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং মহাত্মা গান্ধীর নাতি গোপাল কৃষ্ণ গান্ধীও। সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হতে অস্বীকার করেছেন তিনিও। এরপরেই প্রশ্ন উঠছে, তবে কি রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী ঐক্যে ফাটল ধরছে?
যদিও, এদিন নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে গোপাল কৃষ্ণ গান্ধী বলেন, বিষয়টি গভীরভাবে বিবেচনা করার পর আমি দেখতে পাচ্ছি যে বিরোধী দলের প্রার্থী এমন একজনেরই হওয়া উচিত যিনি বিরোধী ঐক্য ছাড়াও জাতীয় ঐকমত্য ও জাতীয় পরিবেশ সৃষ্টি করেন। আমি মনে করি আমার চেয়ে আরও বেশি ভালো করে এমন করার উপযুক্ত আরো ব্যাক্তিরা আছেন।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ জুন বিরোধী দলগুলির বৈঠকে শরদ পওয়ার, গোপাল কৃষ্ণ গান্ধী এবং ফারুক আবদুল্লাহকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন । দ্বিতীয় বৈঠকের আগে এই তিনজনই প্রার্থী হতে অস্বীকৃতি জানিয়েছেন। এবার আগামীকাল, ২১ জুন শরদ পওয়ারের নেতৃত্বে বিরোধী দলগুলি ফের বৈঠকে বসবে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নের শেষ তারিখ ২৯ জুন । ২৯শে জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তাই মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য বিরোধী জোটের কাছে ১০ দিনেরও কম বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীদের প্রস্তাবিত তিন প্রতিদ্বন্দ্বীই সরে দাঁড়ালেন নির্বাচনী লড়াই থেকে।এদিকে ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২১ জুলাই গণনা শেষ হলেই ঘোষণা করা হবে নতুন রাষ্ট্রপতির নাম।