HighlightNewsদেশ

রাজস্থানে বিধানসভা ভোটের আগেই গোষ্টি কোন্দল বিজেপিতে, চিন্তায় শির্ষ নেতৃত্ব

টিডিএন বাংলা ডেস্ক: একজন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার আইন ও বিচার মন্ত্রী। অপরজন রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার এবং মন্ত্রী। দু’জনেরই পদবী মেঘাওয়াল। দু’জনই রাজ্য রাজনীতিতে জনপ্রিয় দলিত মুখ।

বয়সে প্রবীণ তথা প্রাক্তন স্পিকার কৈলাশ মেঘাওয়াল গুরুতর অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালের বিরুদ্ধে। প্রাক্তন স্পিকারের অভিযোগ কেন্দ্রের আইন ও বিচার বিষয়ক মন্ত্রী অর্জুন রাম দুর্নীতির সবচেয়ে বড় পান্ডা। তাঁকে অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া উচিত। কৈলাশ আরও বলেছেন, অর্জুন রামকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন (BJP leaders comment on Modis Minister)।

বিজেপির এক মেঘাওয়ালের বিরুদ্ধে আর এক মেঘাওয়ালের বিস্ফোরক অভিযোগ ঘিরে জমে উঠেছে মরুরাজ্যের রাজনীতি। আর তিন মাসের মাথায় রাজস্থানে বিধানসভার ভোট। কিন্তু পদ্ম শিবির কার্যত শত বিভক্ত।

ক’দিন আগেও মরুরাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলটের বিরোধই ছিল রাজ্য-রাজনীতির প্রধান আলোচ্য। গত মাসে গেহলট-পাইলট বিরোধ মিটিয়ে দিয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গেরা। কিন্তু গেরুয়া শিবিরে অশান্তির বিরাম নেই।

বিরোধের জেরে বিজেপি কোনও নেতাকেই মুখ্যমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরছে না। এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে দলের মুখ করা দূরে থাক, তাঁকে ভোট সংক্রান্ত কোনও কমিটিতেই রাখেনি কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকী রাজ্য বিজেপি সভাপতি সতীশ পুনিয়াকেও ভোট সংক্রান্ত গুরুদায়িত্ব থেকে দূরে রেখেছে দল।

অন্যদিকে, দুই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ এবং অর্জুন রামকে রাজস্থানের ভোটের মুখে রাজ্য রাজনীতিতে এগিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রেলমন্ত্রী বৈষ্ণ জাতিতে ব্রাহ্মণ। অন্যদিকে, অর্জুন রাম তফসিলি জাতি অর্থাৎ দলিত।

সরকারি ভাবে কাউকে মুখ্যমন্ত্রী মুখ না করা হলেও রাজনৈতিক মহল মনে করছে, রাজস্থানে ক্ষমতায় ফিরতে পারলে অর্জুন রামকেই ওই পদের জন্য বেছে নেওয়া হবে। সেই লক্ষ্যেই অর্জুন রামকে প্রার্থী বাছাই এবং ইস্তাহার কমিটির চেয়ারম্যান করা হয়েছে। অর্থাৎ প্রাক্তন স্পিকার দলের অঘোষিত মুখ্যমন্ত্রী মুখকেই দুর্নীতিবাজ বলে নিশানা করেছেন। প্রাক্তন স্পিকারের অভিযোগ, অর্জুন রাম আইএএসের চাকরি করার সময় বিপুল টাকার দুর্নীতি করেছেন।

মোদী মন্ত্রিসভায় প্রথম থেকেই আছেন অর্জুন রাম। বিজেপি শিবিরের খবর, রাজস্থানের এই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত পছন্দের মানুষ। আইনের স্নাতক অর্জুন রামকে মাস তিন আগে আইন ও বিচার মন্ত্রী করেছেন মোদী। তার আগে অর্থ ও গঙ্গা বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

রাজনৈতিক মহল বলছে, দুই মেঘাওয়ালের বিরোধের আসল কারণ গোষ্ঠী দ্বন্দ্ব। কৈলাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরার ঘনিষ্ঠ। মনে করা হচ্ছে, বসুন্ধরার ইঙ্গিতেই এমন বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবীণ নেতা। এমনীতেই সোজা কথার মানুষ হিসাবে পরিচিত কৈলাশের সঙ্গে রাজ্য সভাপতি সতীশ পুনিয়া, বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাতারিয়ার মুখ দেখাদেখি বন্ধ। সূত্র – দ্য ওয়াল

Related Articles

Back to top button
error: