পঞ্চায়েত নির্বাচনে পেয়েছেন একটি ভোট, কান্নায় ভেঙে পড়লেন প্রার্থী!

টিডিএন বাংলা ডেস্ক : গুজরাটের বাপি জেলার পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত প্রধান পদের জন্য ভোটে দাঁড়িয়ে ছিলেন সন্তোষ। ঘটা করে প্রচারও করেন তিনি। কোনো খামতি রাখেননি প্রস্তুতিতেও। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই হতবাক হয়ে যান তিনি। জানতে পারেন তিনি মোট ১টি ভোটই পেয়েছেন। অর্থাৎ তিনি নিজের ভোট ছাড়া অন্য কোনো ভোট পাননি। এই ফলাফল প্রকাশিত হতেই কান্নায় ভেঙে পড়লেন প্রার্থী সন্তোষ। সবচেয়ে বেশি হতবাক হয়েছেন তাঁর পরিবারের ১২ জন সদস্য, অথচ কেউই তাঁকে ভোট দেননি।

খবরে প্রকাশ, তিনি বাপি জেলার চারওয়ালা গ্রামের বাসিন্দা। গুজরাতের রাজ্য নির্বাচন কমিশন ৬ হাজার ৪৮১টি গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষণা করে। যদিও এই ঘটনাই প্রথম নয়। কিছু দিন আগেই তামিলনাড়ুর কোয়ম্বত্তূরে এক নির্দল প্রার্থীও স্থানীয় নির্বাচনে একটি ভোট পেয়েছিলেন। সেও তাঁর পরিবারের ভোটও পাননি। অবশ্য সেই প্রার্থী কার্তিক এর কারণ হিসাবে বলে ছিলেন, তাঁর পরিবারের সব সদস্যরা অন্য ওয়ার্ডের ভোটার। সেই কারণেই তারা সেখানে ভোট দিয়েছেন।