রাজ্য

দুয়ারে দুয়ারে সরকার চালু, মানুষ মুক্তির স্বাদ পেল: ফিরহাদ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: মঙ্গলবার থেকে চালু হল রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে নাগরিকদের নিজের এলাকায় সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা। বাঁকুড়া সফরে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের মোট ১২টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রক্রিয়া শুরু হল দুয়ারে সরকারের মধ্য দিয়ে। মহানগরী কলকাতাসহ রাজ্যের সর্বত্র সর্বত্রই প্রকল্পের সূচনা হয়েছে। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে এই প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্য দিয়ে মানুষ মুক্তির স্বাদ পেল। দুয়ারে সরকার পৌঁছে যাওয়ায় খুশি আমজনতাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের ভূয়শী প্রশংসা করলেন তারা।

Related Articles

Back to top button
error: