টিডিএন বাংলা ডেস্ক : রবিবার ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। বিধানসভা ভোটের মাস ছয়েক আগে দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে দুয়ারে সরকার শিবির করা হয়। পুজোর আগে বন্ধ হয়ে যায় এই প্রকল্পটির। কাল থেকে তা আবার চালু হচ্ছে।
করোনা এবং ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন নবান্ন। দুয়ারে সরকারে যে সরকারি কর্মীরা কাজ করবেন, তাদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রতিটি নথি ভালো করে স্যানিটাইজার করে তবে কর্মীরা যেন হাত দেবেন। শিবিরে ভিড় যাতে না হয়, সে দিকেও নজর দিতে বলা হয়েছে। প্রয়োজনে শিবিরের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। প্রথম দিন ৪,৪০০ শিবির বসছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
এবার রাজ্যের দুই দফায় বসবে দুয়ারে সরকার। প্রথম পর্ব চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ২০-৩০ জানুয়ারি দ্বিতীয় পর্বে শিবিরের আয়োজন করা হবে। নেতাজির জন্মদিন ও প্রজাতন্ত্র দিবসে দুয়ারে সরকার বসবে না।