টিডিএন বাংলা ডেস্ক: বুধবার সন্ধ্যেবেলা নন্দীগ্রামের রানিচকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে ফেরার সময় আঘাত প্রাপ্ত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠান থেকে ফেরার সময় গাড়ির সামনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি। নতুন লোকটাকে ঘিরে দাঁড়িয়ে ছিল। ওই সময় আচমকাই চার-পাঁচজন তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ধাক্কার জেড়ে দরজা বন্ধ হয়ে মুখ থুবরে পড়েন তিনি। বাঁপায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী।
এই ঘটনার পর তাঁকে নন্দীগ্রাম থেকে গ্রিন করিডোর তৈরি করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকের ১২.৫ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে তাকে দেখতে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানেই উপস্থিত তৃণমূল সমর্থকরা রাজ্যপাল কে ঘিরে “গো ব্যাক” স্লোগান দিতে থাকেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ তৃণমূলের বেশ কয়েকজন শীর্ষ নেতারা।
ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এর মধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরী এই ঘটনার প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে। অন্যদিকে, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোটা বিষয়টির ওপর নজর রাখা হয়েছে। অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত করবে।