টিডিএন বাংলা ডেস্ক : যতদিন যাচ্ছে ততই রাজ্য সরকার ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরোধ বৃদ্ধি পাচ্ছে। এবার রাজ্য সরকারের ‘মা’ প্রকল্পের অর্থ বরাদ্দে বেনিয়মের অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি এই প্রকল্পে মোট কত টাকা খরচ হয়েছে তার হিসাব এবং নথি চেয়ে পাঠিয়েছেন। তিনি শনিবার একটি টুইটার পোষ্টে অসাংবিধানিক ভাবে ‘মা’ প্রকল্পের তহবিলে অর্থ স্থানান্তর নজরে আসায় রাজ্যপাল ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত খরচের হিসেব চেয়েছেন অর্থসচিবের কাছে।
জগদীপ ধনখড় দাবি করেন, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র তার বক্তব্যে ‘মা’ প্রকল্পে একশো কোটি টাকা বরাদ্দের ঘোষণা করে ছিলেন। তিনি এটাও জানিয়ে দিয়েছিলেন যে, ১ এপ্রিল থেকে তা চালু হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবরই সেই প্রকল্প চালু করে দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের পূর্বেই সেই প্রকল্প কিভাবে চালু করা হল সেই প্রশ্ন তোলেন তিনি।
একইসঙ্গে তিনি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) আয়োজন ও এর সাফল্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘বিজিবিএস রিপোর্ট কার্ড নিয়ে অমিত মিত্রের নীরবতা বুঝিয়ে দেয়, পুরো বিষয়টিই আড়াল করার চেষ্টা হচ্ছে।