HighlightNewsদেশ

কর্ণাটকে ৪০% কমিশন সহ সরকার, বললেন রাহুল: দেশ কেবল আদানির নয়; সরকার গঠন করলে প্রত্যেক গ্র্যাজুয়েটকে মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে

টিডিএন বাংলা ডেস্ক: সোমবার কর্ণাটকের বেলাগাভিতে রাহুল গান্ধী বলেন, কর্ণাটক সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার, আপনি যদি কিছু করতে চান তবে আপনাকে ৪০% কমিশন দিতে হবে। এই দেশ কারোর নয়, আদানীরও নয়। এই দেশ দরিদ্র ও কৃষকের।এদিন, কর্ণাটকের বেলাগাভিতে কংগ্রেসের যুব ক্রান্তি সমাগম অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে এই মন্তব্য করেন রাহুল। ওই অনুষ্ঠানের পাশাপাশি এদিন নির্বাচনী জনসভায় রাহুল বলেন, সরকার এলে এসসি সংরক্ষণ ১৫ থেকে ১৭% করা হবে। এসটি রিজার্ভেশন ৩ থেকে বাড়িয়ে ৭% করা হবে এবং প্রত্যেক স্নাতককে তিন বছরের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। উল্লেখ্য, মে মাসে কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিনের নির্বাচনী জনসভায় রাহুল বলেন, ভারত জোড়া যাত্রার সময় আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম, আমাকে বলা হয়েছিল যে কর্ণাটক সরকার যুবকদের কর্মসংস্থান দিতে পারছে না। এই রাজ্যে যুবকরা চাকরি পেতে পারেন না, তাঁরা যে ডিগ্রিই গ্রহণ করুক না কেন, কর্ণাটক সরকার কর্ণাটকের যুবকদের কর্মসংস্থান দিতে সক্ষম নয়।

রাহুলের দাবি, কমিশন ছাড়া এখানে কোনো কাজ হয় না। ঠিকাদার সমিতি এবং স্কুল ম্যানেজমেন্ট সরকার ৪০% কমিশন নেওয়ার অভিযোগ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী তাঁদের চিঠির জবাবও দেননি। এখানে বিধায়কের ছেলে দুর্নীতিতে ধরা পড়লেও সরকার তাঁকে রক্ষা করে। দুর্নীতির পুরো সুফল পান ১০-১২ জন।
প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভা নির্বাচন নিয়ে শুক্রবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সদর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে দল নির্বাচনে কারও সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছে।
এসডিপিআই-এর সঙ্গে জোটের প্রশ্নে কর্ণাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার বলেন, আমরা কারও সঙ্গে জোট করিনি। আমরা একা এসেছি, একাই লড়ব এবং জিতব। সিইসির বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। কংগ্রেস নেতারা দাবি করেছেন যে দল কর্ণাটকের ২২৪টি আসনের মধ্যে প্রায় ১৫০টি আসনে জিতবে।

Related Articles

Back to top button
error: