HighlightNewsদেশ

কাশ্মীরে দাদাগিরি বরদাস্ত নয়, শাহি নিশানায় প্রাক্তনরা

টিডিএন বাংলা ডেস্ক : আগে যা হয়েছে, এখন তা অতীত। এখন কোনও বৈষম্য হতে দেওয়া হবে না জম্মুতে। ৩দিনের সফরে গিয়ে এইভাবেই সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি কটাক্ষ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদেরও। শাহ বলেন, ”বিগত ৭০ বছর ধরে এই তিনটি পরিবার জম্মু ও কাশ্মীরের জন্য কী করেছে? এখন প্রতিটি গ্রামে একটি করে পঞ্চায়েত রয়েছে। এখন আর এখানে ওই তিন পরিবারের কোনও দাদাগিরি চলবে না।”

অমিত শাহের জম্মু-কাশ্মীর সফরের রবিবার ছিল দ্বিতীয় দিন। ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম সেখানে গেলেন তিনি। শনিবার প্রতিশ্রুতি দিয়েছেন, কাশ্মীরের স্টেডহুড ফিরিয়ে দেওয়ার। রবিবার তোপ দাগলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ”বিগত ৭০ বছর ধরে এই তিনটি পরিবার জম্মু ও কাশ্মীরের জন্য কী করেছে? এখন প্রতিটি গ্রামে একটি করে পঞ্চায়েত রয়েছে। এখন আর এখানে ওই তিন পরিবারের কোনও দাদাগিরি চলবে না।” তিনি আরও এদিন বলেন, এই ৩ পরিবার আমাদের শিল্পনীতিকে কোনও গুরুত্ব দিতে চায়নি। ইতিমধ্যেই ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। পরের বছরের মধ্যে ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগ চলে আসবে। এর ফলে প্রায় পাঁচ লক্ষ কর্মসংস্থান হবে।”

উন্নয়নের খতিয়ান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মুতে উন্নয়নের নতুন যুগের সূচনা হয়েছে। জম্মুতে আগে অনেক বৈষম্য হয়েছে। প্রশাসন আশ্বাস দিচ্ছে, এখন জম্মু কাশ্মীরের ন্যায়সঙ্গত উন্নয়ন হবে।”

Related Articles

Back to top button
error: