দেশ

গ্রাহকদের বড় স্বস্তি! ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে বিমা বাবদ ৭ লাখ পাবেন আমনতকারীরা

টিডিএন বাংলা ডেস্ক : ডিপোজিট ইনসিওরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি) আইনের সংশোধনীতে অবশেষে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিন বড়ো ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী বলেন, যদি ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় তাহলে আমানতকারীরা মাত্র তিন মাসের মধ্যেই বিমা বাবদ সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যদি ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় তাহলে আমানতকারীরা বিমা বাবদ সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাবেন। এই পদক্ষেপ গ্রহণ করে অর্থমন্ত্রী যুক্তি দেন, এর ফলে ৯৮.৩ শতাংশ ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

এদিন বুধবার বিকেলে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করেন অর্থমন্ত্রী। তাতে তাঁর সাফ বক্তব্য, ডিপোজিট ইনশিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) আইনের সংশোধনী এই নয়া নিয়মের আওতায় থাকবে সমস্ত ব্যাঙ্ক। এমনকী বাণিজ্যিক ব্যাঙ্ক ও বিদেশি ব্যাঙ্কের ভারতীয় শাখার আমানতকারীরা এই বিমার আওতায় পড়বেন। এর সঙ্গেই তিনি জানিয়ে দেন, “সাধারণত এই সব ক্ষেত্রে বিমার টাকা পেতে পেতে ৮ থেকে ১০ বছরও লেগে যায় অনেক সময়। কিন্তু এক্ষেত্রে তা হবে না। ব্যাংক উঠে যাওয়ার ৯০ দিনের মধ্যেই টাকা পাওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নিঃসন্দেহে এর ফলে আমানতকারীরা স্বস্তি পাবেন। এর আগে ব্যাংক বন্ধ হলে গ্রাহকরা ১ লক্ষ টাকা পেতেন বিমা বাবদ। নয়া আইনে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা মিলবে।”

Related Articles

Back to top button
error: