HighlightNewsখেলাদেশ

টেস্টেও বিরাট-বিদায়! হতবাক রোহিত শর্মা

টিডিএন বাংলা ডেস্ক : ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। এই মুহূর্তে জাতীয় দলে টেস্টে অধিনায়ক হওয়ার দৌড়ে রোহিত শর্মা। নিজের ইনস্টাগ্রামে হিটম্যান লিখেছেন, “আমি বিস্মিত। ভারত অধিনায়ক হিসেবে অসাধারণ সাফল্য অর্জন করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা।”

২০১৪ সালে ধোনি দায়িত্ব ছাড়ার পর টেস্টে নেতৃত্ব পান বিরাট। দায়িত্ব সামলান প্রায় ৮ বছর। বিরাটের নেতৃত্বে দীর্ঘ সময় ধরে টেস্টে বিশ্বের এক নম্বর ছিল ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠে। T20 এর নেতৃত্ব তিনি নিজেই ছাড়েন। কিন্তু ওয়ান ডে থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ওয়ান ডে নেতা হিসেবে ৯৫টি ম্যাচে নেতৃত্ব করে জিতেছেন ৬৫টি। হার ২৭টি। একটি টাই। আর দুটি ফলাফল হয়নি। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০টিতে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট। জিতেছিলেন ৩০টি ম্যাচ, হার ১৬টি, টাই ২, দুটিতে ফলাফল হয়নি।

রইল ঝোলা, চলল ভোলা। এই প্রবাদ বাক্যে শেষ ক্যাপ্টেন বিরাট-এর যুগ। আপাতত শুধুই ব্যাটার। নেতৃত্ব ছেড়ে দিয়ে ব্যাটে চূড়ান্ত সফল হয়েছিলেন সচিন তেন্ডুলকর। একই রাস্তায় এখন বিরাটও।

Related Articles

Back to top button
error: