ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা মমতার
নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলা, কলকাতা : কেরপুজো উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে শুভেচ্ছা জানান তিনি। ত্রিপুরায় মূলত বিভিন্ন উপজাতির মানুষরা এই পুজো করে থাকেন। ত্রিপুরার আদিবাসীদের কাছে এই পুজোর গুরুত্ব অনেকটাই। সেই সঙ্গে ত্রিপুরার সংস্কৃতিরও অন্যতম প্রতীক এই পুজো।ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,‘কেরপুজোর শুভক্ষণে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাই। সবার সুস্বাস্থ্য ও ভাল জীবনের কামনা করি।’
এমন একটি রাজনৈতিক সন্ধিক্ষণে তৃণমূল নেত্রী টুইট করলেন যখন ক্রমাগত উত্তাপ বাড়ছে ত্রিপুরার রাজনীতিতে। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আইপ্যাক-এর ২৩ কর্মীকে আগরতলার হোটেল বন্দি করে রাখার ইস্যুতে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা তাই বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করছে বলে মত রাজনৈতিক মহলের।