টিডিএন বাংলা ডেস্ক: কলকাতা মেট্রোয় আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন! আনা হচ্ছে সম্পূর্ণ নতুন ও আধুনিক সমাজে সজ্বিত উন্নত মানের কোচ। ধাপে ধাপে ৮৫টি নতুন রেক আনা হবে বলে জানিয়েছে রেল। চার্জিং পোর্ট, কোভ লাইট সহ কি কি সুবিধা থাকবে সেই কোচগুলতে জানাল রেল কর্তৃপক্ষ।
আজ রবিবার মেট্রো কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছে। যেখানে বলা হয়েছে, নতুন ভাবে ডিজাইন করা এই এসি রেকগুলিতে স্থানীয় শিল্প ও কারু শিল্পের কাজ থাকবে। এছাড়া প্রতিটি কোচের দুই পাশে থাকবে ইউএসবি চার্জিং পোর্ট। যাত্রীদের জন্য থাকছে এই আসনগুলির নীচে লাগেজ রাখার ব্যবস্থা। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও মেট্রো যাত্রা আরও আরামদায়ক করা জন্য থাকছে বিশেষ হ্যান্ডেল, অ্যান্টি-স্কিড ফ্লোরিং এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা। এছাড়া জরুরি কোনও পরিস্থিতিতে, যাত্রীরা ‘টক টু ড্রাইভার ইউনিট’-এর মাধ্যমে মোটরম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হবেন। এছাড়াও কোচের ভিতরে কৌশলগতভাবে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হবে বলে জানা গিয়েছে।