গ্রুপ সি-র ৩ হাজার কর্মীর ওএমআর শিটে কারচুপি! চাকরি যাওয়ার আশঙ্কা

টিডিএন বাংলা ডেস্ক: গ্রুপ সি-তে কর্মরত ৩ হাজারেরও বেশি কর্মীর ওএমআর শিটে কারচুপি করা হয়েছে! এমনই তথ্য জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। ফলে তাদের চাকরি যাওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। গ্ৰুপ-ডির পর গ্রুপ সি-র নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন ৩ হাজার ৪৭৭ জনের ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে ৩৬২ জন ছাড়া বাকি ৩ হাজার ১১৫ জন চাকরিপ্রার্থীর উত্তরপত্রেই কারচুপি ধরা পড়েছে। এই বিশাল সংখ্যাক কর্মীর উত্তরপত্রে গরমিল ধরা পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে। অন‍্যদিকে এই গ্রুপ সি- কর্মীদের চাকরির ভবিষ্যত নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।