মমতার প্রতিশ্রুতি মত জুনেই হতে পারে পাহাড়ে জিটিএ নির্বাচন!

টিডিএন বাংলা ডেস্ক: কয়েকদিন আগেই রাজ্যে পৌরসভা নির্বাচন শেষ হতে না হতেই আবার রাজ্যে ভোটের দামামা বাজতে চলেছে। সূত্রের খবর, খুব শিঘ্রই এবার অনুষ্টিত হতে চলেছে পাহাড়ের জিটিএ নির্বাচন। এরই মধ্যে শুরু হয়েছে তার তোড়জোড়। জিটিএ নির্বাচনের পাশাপাশি ওই একই সময় শিলিগুড়ি মহকুমা পরিষদেরও নির্বাচন অনুষ্টিত হবে বলে শোনা যাচ্ছে।

জানা গিয়েছে, আগামী জুন মাসেই ‌পাহাড়ে ‘গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিটিএ নির্বাচন করতে চায় রাজ্য সরকার। সেই মত রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক হয়। এরপরই নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও জুন মাসের ঠিক কোন তারিখ থেকে এই নির্বাচন হবে, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য যে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক দিন থেকেই পাহাড়ে জিটিএ নির্বাচন করার পক্ষে সাওয়াল করে আসছেন। এবারের উত্তরবঙ্গ সফরে পাহাড় গিয়ে তিনি ঘোষণা করে ছিলেন পাহাড়ের রাজনীতির স্থায়ী সমাধানের জন্য অবশ্যই এই জিটিএ নির্বাচন করা প্রয়োজন। সেখানকার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের তিনি জানিয়েও দিয়ে ছিলেন খুব শীঘ্রই পাহাড়ে জিটিএ নির্বাচন করতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। যদিও ওই সময় জিটিএ নির্বাচনে পাহাড়ের সব রাজনৈতিক দল রাজি হলেও বেঁকে বসেছিল গোর্খা জনমুক্তি মোর্চা।