টিডিএন বাংলা ডেস্ক : কেন্দ্রের ২০২০-২১ সালের সুশাসনের সূচকে শীর্ষে রয়েছে গুজরাত, মহারাষ্ট্র, গোয়া। কেন্দ্র এই সুশাসনের তালিকা প্রকাশ করেছে। তাতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। সুশাসনের তালিকায় গুজরাতের সূচক ১২% এর বেশি বেড়েছে। গোয়ায় সুশাসনের সূচক বেড়েছে ২৫%। সবার শেষে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা।
সুশাসন সপ্তাহ কর্মসূচির শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তালিকা প্রকাশ করেন। তাতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড ইত্যাদি সব রাজ্যই রয়েছে পশ্চিমবঙ্গের ওপরে। কেন্দ্রের এই রিপোর্ট তৈরিতে বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলি প্রভাব পড়ে থাকতে পারে বলে মনে করছেন। উত্তরপ্রদেশের পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের হিসেবে তুলনায় প্রায় ৯% বেড়েছে সূচক। এদিকে বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে শীর্ষস্থানে উঠে এসেছে উত্তরপ্রদেশ।
সুশাসন তালিকায় পশ্চিমবঙ্গ এর আগেও শেষের দিকেই ছিল। এবছর আরও খারাপ অবস্থা বাংলার। তবে এই তালিকাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।