টিডিএন বাংলা ডেস্ক : লাভ জিহাদ মামলায় বড় ধাক্কা খেল গুজরাত। সম্প্রতি অ্যান্টি ‘লাভ জিহাদ’ আইন পাশ করেছে বিজয় রূপানি সরকার। যা নিয়ে গুজরাত হাইকোর্টে মামলাও দায়ের হয়। আদালত ওই আইনের কয়েকটি ধারা স্থগিত করে দিয়েছে। বৃহস্পতিবার এই মামলায় শুনানিতে অন্তর্বর্তী রায় দিয়েছে গুজরাত হাইকোর্ট।
গুজরাতের অ্যান্টি ‘লাভ জিহাদ’ আইনের ছ’টি ধারা নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট। যার মধ্যে একটি ধারা হল কোনও অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ থাকলে তাঁকে কিছু বলার সুযোগ দেওয়া যাবে না। এছাড়া প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিনা সম্মতিতে এবং প্রলোভন বা প্রতারণা ছাড়া কোনও বিয়ে দু’জনের সম্মতিতে হতেই পারে। সেক্ষেত্রে সেই বিয়েকে বেআইনি বলা যাবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত। এছাড়াও আদালত এই আইনের ৩, ৪, ৫ এবং ৬ নন্বর ধারার সংশোধনী বাস্তবায়নে স্থগিতাদেশ দিয়েছে।
ওই মামলায় দাবি করা হয়েছিল ২০২১ সালের এই আইন সাধারণ মানুষের স্বাধীনতা এবং ধর্মের স্বাধীনতা লঙ্ঘন করে এবং ব্যক্তিগত স্বায়ত্তশাসনের উপর হস্তক্ষেপ করে। উল্লেখ্য, লাভ জিহাদ বন্ধ করতে গুজরাত সরকার চলতি বছরের ১৫ জুন ‘গুজরাত ফ্রিডম অব রিলিজিয়ন (সংশোধন) আইন ২০২১’ চালু করেছিল।
বিজেপিশাসিত রাজ্যগুলি দীর্ঘ দিন ধরেই ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে সরব। কট্টর হিন্দুত্ববাদীদের একাংশের দাবি, দেশের বহু রাজ্যেই ‘লাভ জিহাদ’-এর মাধ্যমে জোর করে হিন্দু ধর্মের মেয়েদের ভিন্ ধর্মে বিয়ে অথবা বিয়ের আগে বা পরে ধর্মান্তরণ করানোর মতো ঘটনা ঘটছে। ‘লাভ জিহাদ’ রুখতে কড়া শাস্তির পথেই হাঁটতে চায় গেরুয়া শিবির। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ বা উত্তরাখণ্ডের মতো রাজ্যে ধর্মান্তরণ বিরোধী আইন পাশ করেছে। বিজয় রূপানি সরকারও সেই পথেই হেঁটেছেন।