HighlightNewsদেশ

আমিষ খাবার বিক্রির অভিযোগে নাগাল্যান্ডের দুই যুবককে বেধড়ক পেটাল গুজরাটের হিন্দুত্ববাদীরা

টিডিএন বাংলা ডেস্ক: গো মাংস খাওয়া ও বিক্রি করার অভিযোগে হিন্দুত্ববাদীরা মুসলিমদের উপরে অত্যাচার, পেটানোর মত ঘটনা ঘটতে দেখা যায় ভারতের বিভিন্ন অঞ্চলে। আবারও এমনই এক ঘটণা ঘটলো গুজরাটে। হিন্দুপ্রধান গুজরাটে আমিষ খাবার বিক্রির অপরাধে নাগাল্যান্ডের দুই যুবককে বেধড়ক পেটাল হিন্দুত্ববাদীরা।

‘এটা গুজরাট। এখানকার অধিকাংশ মানুষ হিন্দু! এখানে কোন ধরনের আমিষ খাবার বিক্রি করা যাবে না।’ আমিষ খাবার বিক্রি করার কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে এই ধরনের কথাগুলিই শুনতে হল আমিষ খাবার বিক্রেতা নাগাল্যান্ডের দুই যুবককে। সঙ্গে দোকান ভাঙচুর এবং জুটল বেধড়ক মার।

নাগাল্যান্ডের দুই যুবক রভিমেজো কেহই এবং মাপুয়াঙ্গের জামির আহমেদাবাদের চাণক্যপুরীতে একটি রেস্তরাঁ চালাতেন। রেস্তরাঁটির নাম ‘ওয়ান স্টপ নর্থইস্ট’। বহু খাবারের মধ্যে বিক্রি করা হত মাংসও। মাংস বিক্রি করার কারণেরই আপত্তি স্থানীয়দের। হিন্দু প্রধান এলাকাই মাংস বিক্রি করা যাবে না বলে হুমকি দেই স্থানীয়রা। বলা হয় আমিষ খাবার বিক্রি বন্ধ না করলে রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হবে। তাদের কথা না শোনায় ওই দুই যুবকের উপর চড়াও হয় বাসিন্দারা। মারধর, দোকানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন দুই যুবক। তাদের বেজবলের ব্যাট দিয়ে মারধর করার অভিযোগে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দুই যুবক।

Related Articles

Back to top button
error: