টিডিএন বাংলা ডেস্ক: মহিলা পুলিশ কর্মীর ওপর “হামলা”-র মামলায় অসমের একটি আদালতে জামিন পেলেন গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেবানি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ট্যুইট করার ঘটনায় অসমের অন্য একটি আদালত থেকে জামিন পাওয়ার পর সেই দিনই অর্থাৎ ২৫ এপ্রিল এক মহিলা পুলিশ কর্মীর ওপর হামলা করার অভিযোগে পুনরায় গ্রেফতার করা হয় জিগ্নেশ মেবানিকে। নতুন মামলায় অভিযোগ করা হয়েছিল একজন মহিলা পুলিশ অফিসারের সঙ্গে অশালীন ব্যবহার এবং হামলার চেষ্টা করেছিলেন জিগ্নেশ মেবানি।
এর আগে কোকরাঝাড়ের স্থানীয় বিজেপি নেতা অরূপ কুমার দের অভিযোগের ভিত্তিতে গুজরাটের পালানপুর সার্কিট হাউস থেকে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ। এরপর তিন দিন জেলবন্দি থাকেন গুজরাটের কংগ্রেস বিধায়ক। এই ঘটনার প্রতিক্রিয়ায় অসমের ভডগামের কংগ্রেস বিধায়ক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচক জিগ্নেশ মেবানি অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দ্বারা প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে।
তিনি বলেন,”এটা বিজেপি এবং আরএসএস-এর একটি ষড়যন্ত্র। তারা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এটা করেছে। তারা এটা পরিকল্পিত ভাবে করছে। তারা এই কাজ রোহিত ভেমুলার সাথে করেছে, তারা চন্দ্রশেখর আজাদের সঙ্গে করেছে, এখন আমাকে টার্গেট করছে।”