টিডিএন বাংলা ডেস্ক : মুসলিম মহিলাদের উত্যক্ত করতে সুল্লি-বুল্লির ধাঁচে এল ক্লাব হাউজ। অভিযোগ এই মোবাইল অ্যাপটিতেও সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের নিয়ে অকথ্য ভাষায় বার্তালাপ চলছে।
বিষয়টি জানাজানি হতেই সক্রিয় হয় দিল্লির মহিলা কমিশন। কমিশনের তরফে দিল্লি পুলিশকে একটি নোটিশ পাঠানো হয়। কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল টুইটারেও সরব হয়েছেন। পুলিশকে দেওয়া ওই নোটিশের প্রতিলিপি শেয়ার করেছেন টুইটারে। তিনি লেখেন, আবার সেই অসভ্যতা শুরু হয়েছে। মুসলিম মেয়েদের নিয়ে কী আলোচনা হচ্ছে, সম্প্রতি তার একটি অডিও ক্লিপ আমাকে একজন ট্যাগ করেন। পুলিশকে হস্তক্ষেপ করতেই হবে।”
দিল্লি পুলিশকে পাঁচ দিনের সময় দিয়েছেন তিনি। চেয়েছেন এফআইআরের কপি। কতজন গ্রেফতার, তা ২৪ জানুয়ারির মধ্যে জানাতে হবে পুলিশকে। কাউকে গ্রেফতার করা না গেলে, তারও কারণ জানাতে হবে মহিলা কমিশনকে।