HighlightNewsদেশ

কাশ্মীরে জয়ের পথে গুপকর জোট; একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু কাশ্মীরের দিদিসি নির্বাচনের মোট ২৮০ টি আসনের মধ্যে ২৭৩ টি আসনের ফলাফল ঘোষণা হলে গিয়েছে। বিজেপি ৭৪ টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অপরদিকে, গুপকর জোট প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ নেতৃত্বে ১১০টি আসন পেয়েছে।

প্রসঙ্গত, ২৮ নভেম্বর থেকে মোট ৮ দফায় সম্পন্ন হয় জম্মু-কাশ্মীরের ডিডিসি নির্বাচন প্রক্রিয়া। এরপর কড়া নিরাপত্তার মধ্যে সোমবার থেকে শুরু হওয়া ভোট গণনা। গোটা প্রক্রিয়া রেকর্ড করে রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে, গুপকর জোটের ভালো ফলাফলের পর জোটের তরফ থেকে বলা হয়েছে, ৩৭০ ধারা বাতিলের মত কেন্দ্রের ও সাংবিধানিক সিদ্ধান্তের এই ফলাফল। পিডিবি প্রেসিডেন্ট মেহবুবা মুফটি টুইট করে লিখেছেন,”৩৭০ ধারা রদ করার মতো সিদ্ধান্তকে মানুষ যে ভাল ভাবে নেয়নি, এই ভোটের ফল তাই বলে। সেই জন্য তারা এ ভাবে গুপকর জোটকে সমর্থন জানিয়েছে।” জোটের এই ফলাফলকে সাধুবাদ জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকেও। এখনো পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী কংগ্রেস পেয়েছে ২৬ টি আসন।

তবে, গুপকর জোটকে পাল্লা দিয়ে জম্মু-কাশ্মীরের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এগিয়ে এসেছে বিজেপি। বিজেপির এই জয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জম্মু-কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত অনুরাগ ঠাকুর বলেছেন,”মানুষকে ভয় দেখানো সত্ত্বেও জনতা ভোট দিয়েছেন। এটা গণতন্ত্রের জয়। প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন ছিল একেবারে নিচুতলাতেও ভোট হোক জম্মু-কাশ্মীরে। সেই স্বপ্ন এতদিনে সফল হয়েছে।”

Related Articles

Back to top button
error: