HighlightNewsরাজ্য

গুটি গুটি পায়ে রাজ্যের শীতের হানা! সপ্তাহান্তেই প্রাক শীতের অনুভূতি

টিডিএন বাংলা ডেস্ক: নিম্নচাপ সরে গেছে। অল্পবিস্তর রোদের মুখ দেখেছে দক্ষিণ বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে রোদের দেখা ঠিকমতো মিললেই বাতাসে হালকা ঠাণ্ডা আমেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, বাংলার ওপর থেকে নিম্নচাপ কিছুটা সেরেছে। আপাতত তার অবস্থান বিহারের ওপর। তবে তার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয় বাংলা। সেই কারণে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রভাব থাকবে বলে জানিয়েছেন আলিপুরের কর্তারা। উত্তরবঙ্গে আরও দুদিন বৃষ্টিপাত চলবে। তবে সপ্তাহের শেষ থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কমবে। ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ২২ অক্টোবর থেকে ধীরে ধীরে অনুভূত হবে শীত। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Related Articles

Back to top button
error: