দেশ

হাবিব মিয়া অবশেষে সন্ত্রাসী মামলা থেকে বেকসুর খালাস পেলেন

টিডিএন বাংলা ডেস্ক : আগরতলার একটি সাধারণ ফ‍্যামিলির ছেলে হাবিব মিয়া।কোনো প্রমাণ ছাড়া এবং কোনো পূর্ব ক্রিমিনাল রিপোর্ট না থাকা সত্ত্বেও শুধু সন্দেহের বশে এনআইএর তাকে সন্ত্রাসের অভিযোগে গ্ৰেফতার করে। অবশেষে দীর্ঘ চার বছর জেলে বন্দি থাকার পর এনআইএর বিশেষ আদালত তাকে বেকসুর খালাস করে দেয়। এই রকম ভাবে অসংখ্য সাধারণ নাগরিক হেনস্থার শিকার হচ্ছে। সন্দেহের বশে তুলে নিয়ে গিয়ে বছরের পর বছর ধরে রেখে দেয়া হচ্ছে আর এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ এর শিকার হচ্ছে।

হাবিবের সঙ্গেও এর ব্যতিক্রম হয়নি। ২০০৫ সালে ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে গাড়িচালক হাবিব মিয়াকে ২০১৭ সালের মার্চ মাসে গ্রেফতার করা হয়। এরপর গত ৪ বছর ধরে তাকে সন্ত্রাসীদের সহযোগী বানানোর বহু চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ জোগাড়ে ব্যর্থ হয়েছে তারা। অবশেষে গত সপ্তাহে এনআইএর বিশেষ আদালত তাকে মুক্তি দিয়েছে। ২০০৫ সালে এই আইআইএসসি আক্রমণের ঘটনায় এর ভিজিটিং প্রফেসর নিহত হয়েছিলেন। হাবিব মিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি এই হামলার অন্যতম অভিযুক্ত শাহাবুদ্দিন আহমেদ কে বাংলাদেশ থেকে আসতে সাহায্য করেছেন। মূলত শাহাবুদ্দিন আহমেদ এর বয়ান এর উপর ভিত্তি করেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য যে, হাবিব মিয়া শহাবুদ্দিন কে চিনতেন না, তিনি কখনো ব‍্যঙ্গালুরু জাননি এবং তিনি কখনো আইআইএসির নাম পর্যন্ত শোনেননি। এমন একজন নিরাপরাধ ব‍্যক্তিকে কেন গ্ৰেফতার করা হল ? তার জীবন থেকে যে চারটি বছর নষ্ট হয়ে গেল এর ক্ষতিপূরণ কে দেবে ? আদালত তাকে নিরাপরাধ বললেও সমাজে কি সে আগের সম্মান ফিরে পাবে ? সবচেয়ে বড়ো কথা সে কি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? এমন অজস্র প্রশ্ন কিন্তু উত্তর কে দেবে জানানেই করো।

Related Articles

Back to top button
error: