আন্তর্জাতিক

নিজ বাসভবনে আততায়ীর হামলায় নিহত হাইতি প্রেসিডেন্ট জোভেনেল ময়েস

টিডিএন বাংলা ডেস্ক: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হলেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়সে।এই হামলায় প্রেসিডেন্টের স্ত্রী মার্টিন মোয়সেও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোশেফ। কারা এই হামলা চালাল তার তদন্ত শুরু হয়েছে। কেনই বা হামলা চালাল তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।নিজের বাড়িতেই খুন হতে হয় জোভেনেলকে। ঘটনাটি জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ক্যারিবিয়ান দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘বুধবার ভোরে হাইতি প্রেসিডেন্ট জোভেনেল ময়েসের বাসভবনে ভয়াবহ হামলা হয়। জানা গিয়েছে, একদল ব্যক্তি হঠাৎই তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁরা স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন বলে জানা গিয়েছে। এদিনের হামলায় গুরুতর জখম হয়ে রাষ্ট্রপ্রধানের মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনায় জোভেনেল ময়েসের স্ত্রীও গুলিবিদ্ধ হয়েছিলেন, কিন্তু বেঁচে গিয়েছেন তিনি। এই জঘন্য, অমানবিক ও বর্বর আচরণের তীব্র নিন্দা করছি। পাশাপাশি শান্তির বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের জয় হবে।’

জোভনেল ময়েস ফেব্রুয়ারি ২০১৭ থেকে দেশটির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার পূর্বসূরী মিশেল মার্টেলি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর ৫৩ বছর বয়সী মি. ময়েস ক্ষমতা গ্রহণ করেন। ২০১৮ সালে নির্বাচন বিলম্বিত হওয়ার পর থেকে মি. ময়েস নির্বাহী আদেশ জারির মাধ্যমে শাসন চালাচ্ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলাকারীরা নিজেদের মধ্যে স্পেনিশে কথা বলেছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে চায়নি হাইতির জাতীয় পুলিশ। গত কয়েকবছর ধরেই এই দেশের আর্থিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়েছে। রাজধানীর দুই মাফিয়া গোষ্ঠীর সংঘর্ষে ক্রমশ আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ নাগরিক। ক্রমশ বেড়ে চলেছে মুদ্রাস্ফীতি, খাদ্যপণ্য এবং জ্বালানির অভাবে ধুঁকছে দেশ। মোট জনসংখ্যার ৬০% মানুষের দৈনিক অ্যায় ২ ডলারেরও কম। ২০১০ সালের বিধ্বংসী ভুমিকম্প এবং ২০১৬ সালের হ্যারিকেনের তাণ্ডবে ধুলিস্যাত হাইতির অর্থনীতি। তারপর থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশ।

Related Articles

Back to top button
error: